চার দিনব্যাপী ক্ষুদে ক্রীড়া উৎসবের পর্দা নামল

মুন্সীগঞ্জের চার দিনব্যাপী ক্ষুদে ক্রীড়া উৎসসের পর্দা নেমেছে বৃহস্পতিবার। শহরের ধলেশ্বরী তীরের পিপিআইএ (প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ) রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠের এই উৎসবের জাঁকজমক সমাপনী টানেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। উৎসবটিতে তিন শতাধিক ক্ষুদে ক্রীড়াবী ৫৪টি ইভেন্টে অংশ নেয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী মো. তাওহিদুজ্জামানের সভাপতিত্বে সমাপনীতে আরও অংশ নেন এডিসি হারুন উর রশীদ, অধ্যক্ষ পতœী আজমেরী খান, অধ্যাপক প্রবীূর কুমার গাঙ্গুলি ও একাডেমিক কো-অর্ডিনেটর ফারহানা মির্জা প্রমুখ।

সোমবার শুরু হওয়া উৎসটিতে লোকজ নানা ক্রীড়ার মেলা বসেছিল। প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও অভিভাবক আর গুনী মানুষের অংশ গ্রহনে সৃষ্টি হয় বিশেষ পরিবেশ।

জনকন্ঠ

Leave a Reply