মোজাম্মেল হোসেন সজল: তীব্র শীতে কাঁপছে জেলার খেটে-খাওয়া মানুষ। নদীঘেরা ও ভাঙন কবলিত জেলার নদী তীরবর্তী হাজারো ছিন্নমূল মানুষ ছিন্নমূল মানুষ বসবাস করছেন। কিন্তু সেই অভাবী ও হতদরিদ্র মানুষগুলোরও পাশে নেই মুন্সীগঞ্জের রাজনীতিকেরা। অথচ এদের নিয়ে তারা রাজনীতি করেন, ভোটে ক্ষমতাধর হন। রাজনীতি মানেই জনগণের সেবা। কিন্তু রাজনীতিক সেবকরা সেবা দিচ্ছেন না জেলার গরীব মানুষগুলোকে। চলতি শীষ মৌসুমে এ পর্যন্ত জেলার কোথাও কোন রাজনৈতিক দলের ব্যানারে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। নেই সরকারি বিতরণও। এ শীতে গত বৃহস্পতিবার শ্রীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কম্বল বিতরণ করেছেন। তেমনি জেলার শিল্পপতি থেকে বেসরকারী প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করতে দেখা যাচ্চে না।
গত কয়েক বছর আগেও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের প্রতিযোগিতা করতে দেখা যাচ্ছে না। তবে, আশ্চর্যজনক হলেও সত্য, মুন্সীগঞ্জের রাজনীতিবিদরা দিনদিন জনগণের কাছ থেকে মুখে ফিরিয়ে নিচ্ছেন। এখন আর অসহায়-গরীব মানুষের পাশে তাদের দেখা মিলছে না। শীতে কাতর অভাবী মানুষগুলো এখন চেয়ে আছে সরকারি, বেসরকারি ও টাকাওয়ালা রাজনীতিকদের দিকে।
নিউজ৬৯
Leave a Reply