ডিজিটাল সার্ভিস পরিদর্শনে জার্মান প্রতিনিধি দল

জার্মানীর একটি প্রতিনিধি দল আজ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন ডিজিটাল সার্ভিস পরিদর্শন করেছেন। ড. আলফেড্রো মার্কার নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন নিনা মেরী বুস্ট বার্টেল, থমাস গুটকে, হান্নাহ কোনিং, গুন্নাহ পেইর, থমাস ট্রিটমান ও ইলকে ইউভার।

প্রতিনিধি দলের সদস্যরা আব্দুল্লাহপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে গ্রামীন জনগোষ্ঠীর নানা রকমের সেবা গ্রহন প্রত্যক্ষ করেন।

এরপর তারা শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন করেন। এই ক্লাস রুম ডিজিটাল হওয়ার কারণে শিক্ষার্থীদের আউটপুট সম্পর্কে খোঁজ-খবর নেন।

পরে দলটি দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় যোগদান করে। সভায় তথ্যচিত্রের মাধ্যমে জেলার ডিজিটাল সার্ভিসের বিভিন্ন সেবাদানের চিত্র তুলে ধরা হয়। এ তথ্য চিত্রে ফ্রন্ট ডেক্স সেবা, ই-সেবা, ইলেকট্রনিক ভূমি রেকর্ড ব্যবস্থাপনাসহ নানা বিষয় তুলে ধরা হয়।

পরে এই বিষয়ে উন্মুক্ত আলোচনায় প্রতিনিধি দল অংশ নেয়। শেয়ার আইডিয়া শীর্ষক অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
সাত সদস্যের জার্মান প্রতিনিধি দলে সাংবাদিক, গবেষক, সমাজ কর্মীরা রয়েছেন। এই দলের সাথে এটুআই প্রকল্পের তিন কর্মকর্তাসহ মতবিনিময়ে জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।

এটুআই প্রকল্পের কর্মকর্তাদের মধ্যে ছিলেন আসাদ-উজ-জামান, ইসতিয়াক হোসাইন।

মাল্টিমিডিয়ার জেলার তথ্যচিত্রটি উপস্থাপন করেন সহকারী কমিশনার আসিফ আনাম সিদ্দিকী।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশীদ, সাংবাদিক ওয়ালী উল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

বাসস

Leave a Reply