শ্রীনগরে মাদকসেবীর অত্যাচারে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম ব্যবহত

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাদক সেবীর যন্ত্রণায় অতিষ্ঠি চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, নাজির নামে এলাকার এক মাদক সেবনকারী অসৌজন্যমূলক আচরনে চিকিৎসকরা বিব্রত। প্রতিনিয়ত অসহায় রোগী নিয়ে করছে বাণিজ্য। গ্রাম থেকে আসা রোগীদের ফুসলিয়ে স্থানীয় ক্লিনিকে নিয়ে যেতে বাধ্য করার অভিযোগ রয়েছে। সরকারী কাজে বাঁধা প্রদান করায় তার বিরুদ্ধে সম্প্রতি থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগের পর থেকে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। চিকিৎসকরা জানান, সে মাদক সেবন করে মাতলামী ছাড়াও নানা রকম অপকর্ম করে বেরাচ্ছে। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয়া হচ্ছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজাদেব শংঙ্কর জানান, নাজির হাসপাতালে দালালী ছাড়াও নেশা গ্রস্থ অবস্থায় এসে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের গালমন্ধ করে। সরকারী কাজে বাধা প্রদান করে। সে শ্রীনগর উপজেলার পাইন সাল এলাকার বাসিন্দা। বিষয়টি শ্রীনগর থানাকে অবগত করা হয়েছে। শ্রীনগর থানার ওসি মো. শাহিদ জানান, অভিযোগ পেয়েছি তাকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

জনকন্ঠ

Leave a Reply