মেঘনা নদীতে ৩৫ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ২৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। একই দিন লৌহজং উপজেলার মাওয়া মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ জাটকা জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ। এ সময় চারজনকে আটক করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সব জাটকা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টায় আমরা মেঘনা নদীর চর কিশোরগঞ্জ মোহনায় পটুয়াখালীর গলাচিপা থেকে সদরঘাটগামী এমভি রিফাত নামের একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালাই। এ সময় প্রায় ২৫ মণ জাটকা জব্দ করি। তবে কাউকে আটক করা যায়নি।’

পরে জব্দ করা জাটকা মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. ওলিউর রহমান, গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. শাহিনূর মিয়া ও উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো. আক্কাস আলী মোল্লার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট লৌহজংয়ের সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে জানান, আজ ভোরে মাওয়া মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আনুমানিক ১০ মণের মতো জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসায় বিলি করা হয়।

আবুল কালাম আজাদ জানান, ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহায়তা করেন র‍্যাব সদস্যরা। অর্থদণ্ডাদেশ পাওয়া চারজন হলেন মিরাজ মাদবর (৪০), বাবুল মাদবর (৪০), স্বপন (৩০) ও সিদাম দাস (৪৫)।

এনটিভি

Leave a Reply