জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসারদের মধ্যে হাতাহাতি!

শুভ ঘোষ: জেনারেল হাসপাতালের আরএমওর হামলার শিকার হলো এক মেডিকেল অফিসার। বুধবার বেলা ১২ টায় সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার আরএমও শাখাওয়াত হোসেন ময়না তদন্তের কাগজপত্র নিয়ে মেডিকেল অফিসার ডাঃ খালেকুজ্জামান খানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন খালেকুজ্জামানকে।

এসময় খালেকুজ্জামান খান এর প্রতিবাদ করলে আরএমও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। হাসপাতালে ডাক্তারদের এমন আচরণে উপস্থিত চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা হতাশা ব্যক্ত করেন। গালিগালজ ও মারধরের কথা স্বীকার কারে হামলার শিকার মেডিকেল অফিসার খালেকুজ্জামান খান বলেন, আরএমও শাখাওয়াত সাহেব প্রায় সময় আমাকে দিয়ে বিভিন্ন মরদেহর ময়নাতদন্ত করিয়ে থাকেন। কিন্তু ময়নাতদন্তের প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে তালাবদ্ধ করে রাখেন। সেই কাগজপত্র চাইতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

তবে এ ব্যাপারটি সির্ভিল সার্জেনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে মেডিকেল অফিসার আরএমও শাখাওয়াত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জেলা বিএমএর সভাপতি আক্তার হোসেন বাপ্পি বলেন, এ ঘটনাটি আমার জানা নেই।

সিভিল সার্জন ডাঃ মোঃ শহিদুল ইসলাম বলেন, দু’জনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তাদের মধ্যে বিষয়টি মিমাংসাও হয়ে গেছে। যেহেতু কারও কোন অভিযোগ নেই এখানে আমার কিছু করার নেই।

ক্রাইম ভিশন

Leave a Reply