৩ লাশ তোলার পর নিখোঁজের সংখ্যা নিয়ে সংশয়

মুন্সীগঞ্জের মেঘনায় বাল্কহেড ডুবির ঘটনায় আরও এক লাশ উদ্ধারের পর নিখোঁজের সংখ্যা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় মো. নাদের (২০) নামে বাল্কহেডের এক স্টাফের লাশ উদ্ধার করা হয় আগে যার নাম নিখোঁজের তালিকায় ছিল না।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চরআব্দুল্লাহর কাছে বালু তোলার নৌযান বাল্কহেড ডুবে তিনজন নিখোঁজ হয় বলে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেছিলেন।

নিখোঁজ সেই তিনজন হলেন বাল্কহেডের মালিক মতিউর রহমান (৬৫), তার দুই ছেলে মামুনুর রহমান (৩২) ও মো. মাসুম (৪০)।

মঙ্গলবার বিকেলে মতিউর, বুধবার দুপুরে মাসুম এবং সন্ধ্যায় নিখোঁজের তালিকায় না থাকা নাদেরের লাশ পাওয়া গেল।

অপরদিকে মতিউরের জামাতা প্রকৌশলী জহুরুল ইসলাম দাবি করেন, বাল্কহেডে মোট ছয়জন কাজ করছিলেন। দুই পুত্রসহ মালিক, সুখানী, মাস্টার ও এক স্টাফ।

সদর থানার ওসি ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত তিনটি লাশ পাওয়া গেছে এবং মতিউরের অপর ছেলে মামুন নিখোঁজ আছেন।

“এছাড়া বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত কেউ কোনো নিখোঁজ থাকার অভিযোগ করেনি।”

ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টার স্টেশন কর্মকর্তা মো. শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবে যাওয়া বাল্কহেড প্রায় ১০০ ফুট পানির নিচে রয়েছে।

বুধবার সন্ধ্যায় উদ্ধারকাজ স্থগিত করা হলেও বৃহস্পতিবার সকাল ১০টায় নিখোঁজদের সন্ধানে আবার ডুবুরিদল পানিতে নামবে বলে তিনি জানান।

বিডিনিউজ

Leave a Reply