ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাক অচল, ধীরে চলছে যান

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা ব্রিজে ঢাকাগামী মালভার্তি একটি ট্রাক বিকল হয়ে গেলে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সকালে ৯টা থেকে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টায় মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো কামরুজ্জামান জানান, মহাসড়কে এখন যান চলছে। শুক্রবার এমনিই গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায়, মহাসড়কে চাপের সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই গাড়ির চাপ স্বাভাবিক হয়ে আসবে।

মহাসড়কের কুমিল্লা অংশেও গাড়ি আটকে থাকতে দেখা যায়। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মহাসড়কে গভীর রাত থেকে কভার্ডভ্যান ও মালবোঝাই ট্রাকসহ বড় যানবাহনের জট ছিল। আর শুক্রবার ব্যক্তিগত গাড়ির চাপও বেশি থাকে। এর মধ্যে সকালে ঘন কুয়াশায় যানবাহন চালাতে হয়েছে সাবধানে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply