মিরাপাড়ায় ৬০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে প্রায় ৬০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জাল তৈরি কোম্পানির শেয়ারহোল্ডার ও মালিকের স্ত্রী মোসাম্মত বকুল বেগমকে (৫৫) আটক করে ৫ হাজার টাকা জরিমানা ও মালিক হাজী মো. সফিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার মিরাপাড়া পূবালী ফিশিং নেট ফ্যাক্টরিতে এ অভিযান চলে।

অভিযানে ছিলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী, র‌্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মশিউর রহমান পিপিএম।

মশিউর রহমান জানান, আগে থেকেই তথ্য সংগ্রহ করে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্টজালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

পরে জব্দকৃত কারেন্টজাল ও জাল তৈরির কাঁচামাল ধলেশ্বরী নদীর পাড়ে আগুন দিয়ে বিনষ্ট করা হয়।

পুর্ব পশ্চিম

Leave a Reply