মো. হোসনে হাসানুল কবির: মুন্সীগঞ্জের সদর উপজেলার মাঠপাড়া এলাকায় প্রাবাসীর স্ত্রী কলেজ ছাত্রী রত্না আক্তারের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় মাঠপাড়ায় ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রত্না সরকারি হরগঙ্গা কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতো।
পুলিশ জানায়, গত এক বছর আগে টঙ্গীবাড়ী উপজেলার সেরাজাবাদ এলাকার শরিফ হোসেনের সঙ্গে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের সামারচর গ্রামের মেয়ে রত্না আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহের পরেই স্বামী শরিফ কোরিয়ায় চলে যায়। এরপর রত্নার পড়ালেখার ও কলেজে যেতে সুবিদা চিন্তা করে মাঠপাড়ায় ভাড়া বাড়ি নেয়। সেখানে রত্না শ্বাশুড়ি ও ননদের সঙ্গে থাকতো। সোমবার রত্না ভাড়া বাড়িতে একা ছিল। ঘরের ভেতরে লক অবস্থায় দীর্ঘ সময় দেখে রত্নার ফুপু রেহেনা বেগম দরজা ধাক্কা দেয়ার পরেও দরজা না খুলায় রত্নার বড় ভাই সজিব হোসেনকে খবর দেয়। পরে সন্ধ্যায় সজিব এসে দরজা ভেঙ্গে রত্নাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পড়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। রত্নার পিতার নাম আজিজুল মল্লিক।
পুলিশ জানায়, ঘটনার দিন রত্নার শ্বাশুড়ি ও ননদ সেরাজাবাদের বাড়িতে গিয়েছিলেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইউনুচ ভুইয়া বলেন, তার মৃত্যুর কারণ জানা যায়নি। রত্নার পরিবারও তার মুত্যুর কারণ বলতে বলতে পারছেন না। ময়নাতদন্তের পরে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত চলছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।
ব্রেকিংনিউজ
Leave a Reply