ভৌতিক অগ্নিকান্ডঃ পুলিশ সুপারের পরিদর্শন

টঙ্গীবাড়ী উপজেলার নেত্রাবর্তী গ্রামে ভৌতিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের লোকজনের মনে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে শনিবার মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পাঠিয়েছেন। জানগেছে, নেত্রাবর্তী গ্রামের মজিদ কসাই, আবুল সেখ, আনিসগংদের ঘরে সম্প্রতি ১৪বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সকাল ১০টা হতে রাত ৭টার মধ্যে এ সমস্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও আগুনের সুত্রপাত কিশের হতে হয় তা নির্ণয় করতে পারছেনা ওই এলাকার লোকজন।

এ সমস্ত অগ্নিকান্ডে মজিদ কসাই এর থাকার ঘরসহ ওই এলাকার ৩টি বাড়ির ৫টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কোন ঘরের বিছানার তোষক, ফার্নিচারে রাখা ডয়ারের কাপড়, বিভিন্ন ঘরের কোন আগুনে পুড়ে রয়েছে। ভুক্তভোগী আনিস মিয়া জানান, গত ১০দিনে তাদের ৪টি ঘরে ৪বার আগুন লেগেছে। তুষকের নিচে ওয়ার্ড ডয়ারের কাপড়ে কোথা হতে যে আগুনের সুত্রপাত হয় তা আমরা বুঝতে পারছিনা। তাই আমাদের কাজ কর্ম ফেলে রেখে সব-সময় বাড়িতে অবস্থান করতে হচ্ছে আগুন নিভানোর জন্য।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার জানান, বিষয়টি পর্যাবেক্ষন করে দেখা হচ্ছে। শনিবার ঘটনাস্থলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply