শ্রীনগরে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছে প্রভাবশালী

আমিনুল ইসলামঃ উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুরে খাল দখল করে নিয়ম বর্হিভূত ভাবে বহুতল ভবন নির্মাণ করছে স্থানীয় এক প্রভাবশালী নাজিরুল ইসলাম স্বপন। স্থানীয় সুত্রে জানা যায় এক মাস পূর্বে হাঁসাড়া তহসিল অফিসের নায়েব গোলাম কিবরিয়া ও এ সি ল্যান্ড অফিসের সার্ভেয়ার হাবিবকে ম্যানেজ করে আলমপুর ব্রীজের পশ্চিম পাড়ে খাল দখল করে বহুতল ভবনের কাজ শুরু করে।

বেইজমেন্টের কাজ শেষ করে পিলার নির্মাণের সময় সুশীল সমাজের লোকজন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মাকে জানালে, তিনি বিষটি দেখতেছি বলে জানান। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কার্যত প্রশাসনিক কোন পদক্ষেপ না থাকায় বাধাহীন ভাবে কাজ এগিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবি বলেন কাজের শুরুতেই সংশ্লিষ্ট প্রশাসন যদি মোবইল কোর্ট করে জেল জরিমানা কিংবা উচ্ছেদের ভূমিকায় যেত তাহলে দখলদাররা এত দূর এগুতে পারতো না। সম্প্রতি এ প্রতিবেদক সরজমিনে গিয়ে ভবন উত্তোলনকারী স্বপনের কাছে নির্মাণগত বৈধতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন বৈধ অবৈধের কিছু নাই। আমার পাশে আরও দুটি ভবন নির্মাণ হয়েছে। তারা যেভাবে করেছে আমিও সেভাবেই করছি।

এ ব্যপারে শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বাধা দিয়েছি কিন্তু তারা শুনে নাই। আমাদের বাধা নিষেধ অমান্য করেই ভবন নির্মাণ করছে। তবে ফৌজদারী আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

Leave a Reply