স্ত্রীকে বিবস্ত্র করে মাদকাসক্ত স্বামীর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

আরিফ হোসেন: শ্রীনগরে ঘরে আটকে স্ত্রীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত স্বামী। শনিবার সকাল দশটার দিকে উপজেলার কেয়টখালী গ্রামে এঘটনা ঘটে। গুরুতর আহত স্ত্রী লাবনী আক্তার (২৫) কে ঢাকার মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ মাদকাসক্ত স্বামী আলমগীর খালাসী (৪০) কে আটক করেছে।

স্থানীয়রা জানায়, আলমগীর খালাসী ওই এলাকার মুন্নাফ খালাসীর ছেলে। সে দির্ঘদিন সিংগাপুর প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে বিদেশ থেকে এসে আলমগীর ইয়াবাসক্ত হয়ে পড়ে এবং বেপরোয়া জীবন যাপন শুরু করে। এনিয়ে অনেকদিন ধরে পরিবারিক কলহ চলে আসছিল। শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর খালাসী তার স্ত্রীকে ঘরে আটকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করে।

নির্যাতনের এক পর্যায়ে আলমগীর ধারারো দা দিয়ে তার স্ত্রীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। লাবনী উপজেলার আটপাড়া গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে। লাবনী ও আলমগীরের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আ: সালাম জানান, আলমগীর শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার আতিক (৫০) নামে এক ব্যাক্তির মাথা ফাটিয়ে ফেলে ও জিহাদ নামের বার বছরের এক শিশুকে পিটিয়ে আহত করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, মাদকাসক্তের কারনে এঘটনা ঘটেছে।

Leave a Reply