৬’শ কেজি জাটকা আটক

মুন্সীগঞ্জের লঞ্চঘাট কাছে ধলেশ্বরী নদীতে সোমবার সকালে ২টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬ ’শ কেজি অবৈধ জাটকা আটক করেছে কোস্টর্গাড।

কোস্টর্গাডের পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ জানান, দক্ষিনাঞ্চল থেকে ঢাকাগামী এম.ভি জাহিদ-৭ ও অন্যতমা-১ নামের দু’টি লঞ্চে অভিযান চালিয়ে ১২ টি ঝুড়ি বন্দী অবস্থায় জাটকা ইলিশ গুলো আটক করা হয়। তবে এ সময় জাটকা ইলিশগুলোর কোন মালিক খুঁজে না পাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা। পরে জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এদিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার থেকে দক্ষিন দিকে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে র‌্যাব-১১। পরে উদ্ধারকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জনকন্ঠ

Leave a Reply