বাসস্টান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৩

মুন্সীগঞ্জে বালুবাহী ট্রলির ধাক্কায় সাহাবুদ্দিন (৬৫) নামে এক ব্যাটারী চালিত রিক্সা চালক নিহত ও ৩ রিক্সা আরোহী আহত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুফতি সারওয়ার (৪৩) তার মেয়ে রেহনুমা (৭) ও মাদ্রাসার ছাত্রী সাদিকা আক্তার কে (১৩) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য দিয়ে সদর থানার এসআই মো. ফয়সাল জানান, শহরের বাসস্টান্ড এলাকায় বালুবাহী একটি ট্রলি পিছন থেকে ব্যাটারী চালিত রিক্সাটিকে ধাক্কা দিলে রিক্সা চালক রাস্তার উপর ছিটকে পরে। এ সময় ট্রলীটি রিক্সা চালকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় রিক্সার ৩ যাত্রী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রিক্সা চালক সাহাবুদ্দিন স্থানীয় উত্তর চরমসুরার মৃত আব্দুলাহ চোদ্দারের পুত্র। ট্রলিটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply