অস্ত্র-মাদক উদ্ধারে মাঠে নেই পুলিশ!

শেখ মো. রতন: মুন্সীগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকের ব্যবহার। এসব অবৈধ অস্ত্র জব্দ ও অস্ত্রধারীদের গ্রেফতারে মাঠে নেই পুলিশ। মাদক ব্যবসায়ীরাও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটিতে বারবার আলোচনা হলেও বাস্তবায়ন নেই বলে অভিযোগ রয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব নিয়ে আলোচনা হয়। আলোচনায় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের ছবি থানায় টাঙানোর প্রস্তাব করা হয়।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরের দিন কয়েকটি পত্রিকায় এক অস্ত্রধারীর ছবিও ছাপা হয়। কিন্তু আজও সেই অস্ত্রধারীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সেই অস্ত্রধারী সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারির ছোট ভাই সিপন পাটোয়ারি।

এ ছাড়া পৌরসভার পিটিআই স্কুল রোড, দক্ষিণ ইসলামপুর ও রমজানবেগসহ কয়েকটি ভোট কেন্দ্রে ও আশপাশ এলাকায় প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়া। জেলার শহর, শহরতলীতে এখনো প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে আধিপত্য বিস্তারে ব্যাপক হারে ককটেল তৈরি, মজুদ ও অস্ত্র বেচাকেনা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

চরাঞ্চলের ৫ ইউনিয়নে আধিপত্য বিস্তারের রাজনীতি নতুন নয়। স্বাধীনতাপরবর্তী সময় থেকে সেখানে দুই শতাধিক মানুষ রাজনৈতিক সহিংসতা ও আক্রোশের বলি হয়েছেন। বোমা বানাতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন ও পঙ্গু হয়েছেন। সেই চরাঞ্চলে এখন প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। জেলা শহরেও অস্ত্রধারীরা বেপরোয়া হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত-জিম্মি হয়ে পড়েছেন।

মিরকাদিম পৌরসভার মাস্তানবাজার, টেঙ্গর, রামগোপালপুর, চরাঞ্চলের মাকহাটি বাজার এলাকা, চরডুমুরিয়াসহ সদরের অর্ধশতাধিক স্পটে মাদক ব্যবসা রমরমা হয়ে উঠছে। বিশেষ করে ইয়াবা ব্যবসার ব্যাপক বিস্তার ঘটেছে।

সূত্র জানায়, গত ২৪ শে ফেব্রুয়ারি সকালে শহরের মানিকপুরে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করার অভিযোগে শহর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এলানকে (৪৮) বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে পুলিশ। পরের দিন তাকে অস্ত্র উদ্ধার ও হত্যাচেষ্টার দুটি মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত ৯ জানুয়ারি বিকেল ৩টায় চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে পরপর ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নসহ আশপাশ এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে ৩০-৪০ জন যুবক মোটরসাইকেল দিয়ে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মদিনাবাজারের সোহরাব স’ মিলে ঢোকে। অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিষ্ঠানটির মালিক মুক্তিযোদ্ধা সোহরাব মালকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর শেষে লুটপাট শুরু করে। দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ট্রাকে করে নিয়ে যায়।

পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সোহরাব মাল গত ১৪ ফেব্রুয়ারি সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন।

গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় শহর থেকে একদল যুবক প্রকাশ্যে অস্ত্র মহড়া করে পঞ্চসারের মিরেশ্বরাই গ্রামে প্রবেশ করে। এ সময় ওই গ্রামের জিকু মাদবরের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং বিরোধপূর্ণ বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় তার বৃদ্ধা মা সালেহা বেগমকে (৬০) লাথি মেরে ফেলে দেয়। ওই যুবকরা মিরেশ্বরাই গ্রামের সায়েদ আলী পক্ষে ভাড়া হিসেবে গিয়েছিল বলে প্রতিপক্ষ জিকু মাদবর দাবি করেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইউনুচ আলী বলেন, ‘জীবন বাজি রেখে শীর্ষ ক্যাডার এলানকে অস্ত্রসহ আটক করেছি, এটা আমাদের সফলতা। অস্ত্র-মাদক উদ্ধারে অভিযান চলছে। প্রতিমাসেই অস্ত্র ও মাদক উদ্ধার করা হচ্ছে।’

রাইজিংবিডি

Leave a Reply