গজারিয়ায় অগ্রনী ব্যাংকে ডাকাতির চেষ্টা

মুন্সীগঞ্জের গজরিয়ার অগ্রনী ব্যাংক হোসেন্দি শাখায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে ডাকাতদল ব্যাংকের ভেতরে ঢুকতে না পারায় ভল্ট রুমে থাকা টাকা লুট করতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে হোসেন্দী বাজারের নৈশপ্রহরী অগ্রনী বাংকের প্রধান ফটকের তালা খোলা অবস্থায় দেখতে পায়। এ সময় ভবনের দ্বিতীয় তলায় গিয়ে জানালার গ্রীল কাটা দেখে স্থানীয়দেও বিষয়টি অবগত করেন।

অগ্রনী ব্যাংক হোসেন্দী শাখার ম্যানেজার মো. আইয়ুব আলী জানান, জানালার গ্রীল কেটে ব্যাংকের ভেতওে প্রবেশ কওে ডাকাতদল। এ সময় তারা ৩টি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলেও ষ্টোররুমের তালা ভাঙ্গতে না পারায় ভল্টরুম পর্যন্ত ডাকাতদল যেতে পারেনি। ডাকাতদল তালা ভাঙ্গতে ব্যর্থ হওয়ায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি জানান, ২০১৫ সালে ব্যাংকে ব্যাংকের নৈশ প্রহরী অবসর নেওয়ার পর নতুন কোন নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হয়নি। এ কারনে গত এক বছর ধরেই ব্যাংকে কোন নৈশ প্রহরী ছিল না।

গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবিএমএস দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে।

বিডিলাইভ

Leave a Reply