অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জাতীয় অগ্রগতি শুধু অর্থনৈতিক বিকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, জ্ঞানের বিকাশ দিয়েও উন্নয়ন সম্ভব।’ শুক্রবার সকাল সাড়ে ১১টায় লৌহজং উপজেলার কনকসারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কার্যালয়ে ‘বঙ্গীয় গ্রন্থ জাদুঘর’-এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘জ্ঞান আহরণের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অগ্রসর বিক্রমপুর ফউন্ডেশন কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহু-উল-আলম লেনিন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফজলে আজীম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হালিম হোসেন ও লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার।
পরে অতিথিরা জাদুঘরে প্রদর্শীত বই পুস্তক ঘুরে দেখেন। আলোচনা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বেতারের শিল্পীরা গান পরিবেশন করেন।
এ ছাড়া মন্ত্রী অগ্রসর বিক্রমপুরের কেন্দ্রীয় কার্যালয় ও আব্দুল জাব্বার মুক্ত মঞ্চেরও উদ্বোধন করেন।
দ্য রিপোর্ট
Leave a Reply