সিরাজদিখানে মনোনয়নে ব্যর্থ হয়ে ক্যাম্পে হামলা ॥ আটক ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে। মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে বুধবার এ হামলা চালিয়েছে যুবদলের এক নেতা। এ ঘটনায় পুলিশ ওই নেতাসহ তিন জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সত্রে জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে বিএনপির মনোনিত ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে বালুচর ইউপি যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ শাহ আলম ও তার দলবল। হামলায় ক্যাম্পটিতে ব্যাপক ভাংচুর করা হয়। বিএনপি থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়েই তিনি এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনার পর বিকেলে পুলিশ যুবদল নেতা শাহ আলম, উজ্জল মিয়া ও বাবুল হোসেনসহ তিন জনকে আটক করেছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনকন্ঠ

Leave a Reply