ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুকসহ ৩ জনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুকবার রাতে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মাঠে অপর ২ সংবর্ধিত হলো মুন্সীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন। একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ী নামক সংগঠনের উদ্যেগে উক্ত সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান কাজি আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, বাসস এর ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতু, সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য বেলায়েত হোসেন লিটন মাঝি, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, এমিলি পরভীন, টঙ্গীবাড়ী উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম ডিউক, মহিলা লীগের সভাপতি আকলিমা আক্তার, চেয়ারম্যান আ. রহিম, সেকান্দর বেপারী, মামুন ঢালী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply