শ্রীনগরে ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ১
আরিফ হোসেন: আগামী ৩১ মার্চ শ্রীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৩ টিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতাকারী ৫৬ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এর আগে ষোলঘর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হন। শ্রীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বাইরে যারা দলীয় মনোনয়ন চেয়েও পাননি তাদের মধ্যে অনেকে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আলাদা প্রতিক বরাদ্দ পেয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

বীরতারা: আজিম হোসেন খান (নৌকা), মো: রেজাউল করিম রাজু (মোটর সাইকেল), সিদ্দিকুর রহমান (আনারস), মো: সোহরাব হোসেন (ধানের শীষ), মো: বাদল মিয়া (লাঙ্গল)।

হাঁসাড়া: আহসান হাবীব (নৌকা), বাবুল আক্তার মন্টু (ঘোড়া), মো: নাছিরুল আলম পলাশ (ধানের শীষ), আব্বাস মাঝি (হাত পাখা), আকরাম হোসেন আজিজ (লাঙ্গল), সোলাইমান খান(আনারস)।

বাড়ৈখালী: ইকবাল হোসেন (নৌকা), সেলিম তালুকদার (আনারস), মিজানুর রহমান (ধানের শীষ)

আটপাড়া: মো: বিল্লাল হোসেন খান (নৌকা), মো: ফজলুর রহমান (চশমা), আ: কাদির ঝিলু (ধানের শীষ), শামীম আহমেদ (কুলা), আইয়ূব আলী খান (আনারস)।

তন্তর: মো: জাকির হোসেন (নৌকা), আলী আকবর (আনারস), মো: আনোয়ার হোসেন হৃদয় (ধানের শীষ), মো: ওসমান মিয়া (হাত পাখা), হাসান খান (অটো রিক্সা),

কুকুটিয়া: শেখ আ: কাদির লিটন (নৌকা), মোয়াজ্জেম হোসেন (ধানের শীষ), বাবুল হোসেন বাবু (আনারস), রাজন হোসেন (চশমা), শাকিল আরমান (টেলিফোন)।

শ্রীনগর: মোখলেছুর রহমান (নৌকা), আশরাফ হোসেন মিলন (ধানের শীষ), মো: তাজুল ইসলাম (আনারস), সিরাজুল ইসলাম (হাত পাখা)।

পাটাভোগ: ফিরোজ আল মামুন (নৌকা), আবুল কালাম আজাদ ডালু (আনারস), মো: মহিউদ্দিন মিয়া (ধানের শীষ),

শ্যামসিদ্ধি: শফিকুল ইসলাম মামুন (নৌকা), মো: রতন মিয়া (ধানের শীষ), এছাক মিয়া ( হাত পাখা)।

কোলাপাড়া: নেছার উল্লাহ সুজন (নৌকা), কামরুজ্জামান পলাশ (ধানের শীষ), ঈমাম হোসেন (আনারস)।

রাঢ়ীখাল: আ: বারেক খান বারী (নৌকা), সোলায়মান খান (ধানের শীষ), মামুন মিয়া ( হাত পাখা), শামীম খান (চশমা), মোকাজ্জল হোসেন (আনারস), মাসুদুল ইসলাম (মোটর সাইকেল)।

ভাগ্যকূল: কাজী মনোয়ার হোসেন (নৌকা), মনির হোসেন মিটুল (টেলিফোন), মো: ইউসুফ আলী (ধানের শীষ), আলাউদ্দিন আকন (হাত পাখা), মেহেদী জামান (আনারস)।

বাঘড়া: মো: নুরুল ইসলাম (নৌকা), মোহাম্মদ আলী (ধানের শীষ )।

Leave a Reply