ধলেশ্বরীতে নৌ-র‌্যালী

মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে সোমবার সকালে নৌ-র‌্যালী হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সীগঞ্জের ব্যতিক্রমী এই আয়োজনে সর্বস্থরের মানুষ অংশ নেয়। এই নৌ-র‌্যালীর মূল দাবী ছিল ধলেশ্বরী নদী রক্ষা। শিল্প কলকারখানার বর্জ্য এবং সিমেন্ট ফ্যাক্টরীর ফ্লাই এস নদীর পানি বিনষ্ট করছে। একই সাথে পাশের শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা থেকে বর্জ্য ধেয়ে আসছে। এতে এই অঞ্চলের জীব বৈচিত্র্যে মারাত্মক হুমকীর মুখে।

মুন্সীগঞ্জ বাপার সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে র‌্যালী শেষে আলোচনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্সের লাইভ গভর্নর অভিজিৎ দাস ববি, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ রেড ক্রিসেন্ট সেক্রেটারী শাজাহান গাজী, মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ ইমন ও সম্পাদক আহেমদ বিন নিশাদ, সাংবাদিক মির্জা কামরুল হাসান, ধলেশ্বরী সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন, নারী নেত্রী কমলা বেগম, নৌকার মাঝি পিয়ার মাহমুদ প্রমুখ।

জনকন্ঠ

Leave a Reply