পালিয়ে গিয়ে বাল্য বিবাহ করায় বরের এক মাসের জেল!

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্য বিয়ে করায় বরকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ১০টায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতটির ম্যাজিস্ট্রেট ইউএনও খালেকুজ্জামান জানান, উপজেলার বড় নওপাড়া গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে বর মো. রবিন (২২)-এর একই গ্রামের রশিদ শেখের মেয়ে পিংকি আক্তারের (১৫) সাথে দীর্ঘ দিন ধরে প্রেম ভালবাসা চলছিল। গত জানুয়ারী মাসের ২৬ তারিখে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে মুন্সীগঞ্জের মীরকাদিম পৌর সভার একটি কাজী অফিসে বিয়ে রেজিষ্ট্রি করে। পরে অভিভাবকরা খবর পেয়ে তাদেরকে যার যার বাড়িতে নিয়ে যায়। এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেই তাদের সংসার করতে দেয়া হবে বলে দুজনকে আলাদা থাকতে বলা হয়। কিন্তু তাদের প্রেম এতো গবীর ছিল যে , লাইলী-মজনু আর শিরি-ফরহাদের প্রেমকেও হার মানায়। একে অপরের জন্য প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতো। খবর পেয়ে তাদের গতকাল মঙ্গলবার আটক করা হয়। পরে তাদেরকে মঙ্গলবার রাত ১০ টায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিত হয়েও তারা একে অপরের হাত ধরে বসে ছিল। এ সময় অপ্রাপ্ত বয়স্ক বালিকাকে বিয়ে করার অপরাধে বর মো. রবিনকে এক মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। এ সময় মেয়েটিও রবিনের সাথে তাকে জেলে পাঠাতে বার বার অনুরোধ করতে থাকে।

ইউএনও আরো বলেন, মুন্সীগঞ্জ জেলাকে প্রশাসন বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করেছে। তাই এ বাল্যবিবাহ দমন করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। অল্প বয়সে বিয়ে দিয়ে ছেলে মেয়েদের ধংসের পথে যেতে দেয়া যাবেনা। যে কাজি তাদের ম্যারেজ রেজিষ্ট্রি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও জেলা প্রশাসক বরাবরে চিঠি পাঠানো হচ্ছে।

জনকন্ঠ

Leave a Reply