বিএনপি প্রার্থীর উপড় হামলা ৩ টি গাড়ী ভাংচুর, আহত ৩

কে. এন. ইসলাম বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির মনোনিত প্রার্থীর নির্বাচনী প্রচারনা থেকে ফেরার পথে ৩টি মাইক্রোবাস ভাংচুর ও ৩ জনকে আহত করেছে বিএনপি সমর্থক মোক্তার হোসেন। মঙ্গলবার বিকালে উপজেলার বালুরচর ইউনিয়নের রাজনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বালুচর ইউনিয়ন বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন চৌধুরী জানান, বিকালে নির্বাচনী প্রচারনা থেকে ফেরার পথে বালুচরের রাজনগর এলাকায় গেলে সন্ত্রাসী মোক্তার হোসেন এবং তার লোকজন আমার গাড়ীতে হামলা করে এবং ৩ টি মাইক্রোবাসের গ্লাস ভেঙে ফেলে ব্যাপক ক্ষতি করে। এতে আমার ৩ জন কর্মি আহত হয়েছে। এ ঘটনার পর আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আ’লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক মোক্তারকে দিয়ে একাজ করাচ্ছে। মোক্তারের বিরুদ্ধে থানায় ৩ টি ওয়ারেন্ট রয়েছে আবু বক্করের ছত্রছাঁয়ায় থাকায় পুলিশ তাকে ধরছে না।

সিাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৭ মার্চ উপজেলার বালুচর ইউনিয়নের বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী খাসমহল বালুরচর গ্রামে নির্বাচনি প্রচারনায় যান। এ সময় বিএনপি সমর্থক মোক্তার হোসেনের সঙ্গে আমিন উদ্দিন চৌধুরীর সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে বিএনপি কর্মী আওলাদ হোসেনসহ ৮ জন আহত হয়।

এফএনএস

Leave a Reply