জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া বাজার এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলমঙ্গীর দেওয়ান(৪৯), অপু(১৯),মামুন(২৫),সাইফুল দেওয়ান(২৬), নাসু(৩৫),আউয়ালসহ (৪০) ১৫জন আহত হয়েছে।

আহতরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি রয়েছে। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার পুরান বাউশিয়া বাজারে আলমঙ্গীর দেওয়ান ও তার ছেলে অপু দেওয়ান আসলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কাশেম বেপারী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। আহতদের উদ্ধারে তাদের লোকজন আসলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১৫জন আহত হয়।

এ ব্যপারে গজারিয়া থানার ওসি মোঃ হেদায়াতুল ইসলাম ভ’ঞা জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

জনকন্ঠ

Leave a Reply