মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া বাজার এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলমঙ্গীর দেওয়ান(৪৯), অপু(১৯),মামুন(২৫),সাইফুল দেওয়ান(২৬), নাসু(৩৫),আউয়ালসহ (৪০) ১৫জন আহত হয়েছে।
আহতরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি রয়েছে। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার পুরান বাউশিয়া বাজারে আলমঙ্গীর দেওয়ান ও তার ছেলে অপু দেওয়ান আসলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কাশেম বেপারী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। আহতদের উদ্ধারে তাদের লোকজন আসলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১৫জন আহত হয়।
এ ব্যপারে গজারিয়া থানার ওসি মোঃ হেদায়াতুল ইসলাম ভ’ঞা জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
জনকন্ঠ
Leave a Reply