কেন্দ্রগুলোতে নির্বাচনী উপকরণ পাঠানো শুরু

জেলার সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়নে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো শুরু করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা। সিরাজদিখান উপজেলা থেকে সোমবার সকাল ১১টা থেকে উপকরণগুলো পাঠানোর কাজ শুরু হয়।

প্রথম দফার ২২ মার্চের নির্বাচনে উপজেলা নির্বাচন অফিস থেকে ১০টি ইউনিয়নের ৯৬টি কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালিসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে।

সিরাজদিখান উপজেলা নির্বাচন কর্মকর্তা আফজাল আহাম্মেদ দ্য রিপোর্টকে জানান, এবার সিরাজদিখানের প্রথম ধাপের ১০টি ইউনিয়নের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে শেষ করতে যা যা প্রয়োজন তা করা হবে।

নির্বাচন সুষ্ঠু করতে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি থাকবে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের টহল কার্যক্রম শুরু করেছে।

দ্য রিপোর্ট

Leave a Reply