টংগীবাড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে কোন ইউনিয়নের নৌকার মাঝী হলেন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রংমেহের ক্লাবের দ্বিতীয় তলায় জেলা আওয়ামীলীগ এর তত্বাবধানে ও উপজেলা আওয়ামীলীগ এর সহযোগিতায় টংগিবাড়ী উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের বঙ্গবন্ধুর নৌকার মাঝি কে হবেন কাউন্সিলর এর ভোটে নিধারন করা হয় ।
এ সময় উপস্তিত ছিলেন, জেলা আওয়ামীলীগ, সভাপতি ও জেলা পরিষদ প্রসাশক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুফৎর রহমান উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জগলুল হালদার ভুতু, সাধারন সপ্মাদক হফিজ আল আসাদ বারেক, নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, উপজেলা চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহেদ।
যারা নৌকার প্রার্থী হলেন:
১/ আব্দুল্লাপুর ইউনিয়ন, আঃ রহিম
২/ কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন মোঃ আনিছ
৩/ সোনারং টংগিবাড়ী ইউনিয়ন, বেলায়েত হোসেন লিটন মাঝী
৪/ বেতকা ইউনিয়ন, মোঃ বাচ্চু সিকদার
৫/ আউট শাহী ইউনিয়ন, মোঃ লিটন ঢালী
৬/ ধীপুর ইউনিয়ন,মোঃ মনির হোসেন।
নিরাপদনিউজ
Leave a Reply