মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ও সিরাজদিখান উপজেলার ৪টি ইউনিয়নে এক যোগে নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোট গ্রহণ শুরু হওয়ার ১ ঘন্টার পর কয়েকটি কেন্দ্র বিশৃঙ্খলা ও প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয় নৌকা প্রতিকের কর্মীরা।
শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাতারপাড়া কেন্দ্র থেকে সকাল ৮ টা ৪০ মিনিট এ ধানের শীষের সব এজেন্ট বের করে দেয় নৌকা প্রতিকের কর্মীরা। ১ নং ওয়ার্ড উত্তর বালাসুর কেন্দ্রে থেকে ৯টা ৪০ মিনিটে নৌকা প্রতিকের কর্মীরা ধানের শীষের এজেন্টদের বের করে দেয়।
শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ১২৬টি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ৫৪ জন, মেম্বার প্রার্থী ৩৮৮ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার ৯৮জন ও সিরাজদিখানের ৪টি ইউনিয়নে ৩৬টি কেন্দ্র রয়েছে।
বিডিলাইভ
Leave a Reply