রামপাল ইউনিয়ন শাখা তরুণলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিহাব অাহমেদঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন শাখা তরুণলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০মার্চ বিকেল ৪টা’র দিকে সদর উপজেলার হাতিমাড়া চৌরাস্তায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা তরুণলীগের সহ-সভাপতি অাদর দাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল। সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা তরুণলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৃদুল দেওয়ান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে অারও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যডভোকেট গোলাম মাওলা তপন, শহর অাওয়ামীলীগের উপদেষ্টা ও অামরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, রামপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ কবির সোহেল, সদর থানা ঘাতক-দালাল নির্মূল কমিটি’র সভাপতি ফিরোজ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অাই এইচ শান্তনুর, জেলা তরুণলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হ্রদয়।

এক পর্যায়ে সম্মেলনে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এ্যডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি সন্ধ্যার কিছুক্ষন পরে সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তব্যকালে মৃণাল বলেন- ‘৭৫ এ বঙ্গবন্ধু হত্যা ও ষড়যন্ত্রকারী চক্রের সাথে জড়িত জীবিত পিশাচরা অাজও অামাদের চারপাশে বিদ্যমান। তাদের চক্রান্ত, তাদের মানুষখেকো ছদ্মবেশী চরিত্র অাজও দৃশ্যমান। তিনি এসময় অারও বলেন-‘ অামি মৃণাল অাপনাদের সেবক, অাপনাদের গোলাম, অামি অাপনাদের চাকর। অাপনাদের যে কোন প্রয়োজনে অামাকে ডাকবেন। মানব সেবাই অামার প্রকৃত ধর্ম। অামার কোন কর্মীর দ্বারা অাপনারা যদি ন্যুনতম কষ্ট পান অাপনারা অামাকে জানাবেন, সে অামার যত প্রিয়ই হোক, অাপনাদের সাথে নিয়ে অামি তাকে প্রতিহত করবো।

মৃণাল এসময় উপস্থিত অাওয়ামী লীগ সমর্থক নেতা-কর্মীদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, বালুদস্যু, পরিবেশ বিনষ্টকারী অাওয়ামী নামধারী দের রাজনৈতিক ব্যাক্তিদের ঘৃণা করার পরামর্শ দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২জন সভাপতি প্রার্থী থেকে ও ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থী থেকে ১জন করে নির্বাচিত করা হয়।

এরপর রামপাল ইউনিয়ন শাখা তরুণলীগের সভাপতি হিসেবে শিপু হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে শেখ মিরাজ কে নির্বাচিত হিসেবে ঘোষনা করা হয়।

আমার বিক্রমপুর

Leave a Reply