গজারিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হয়েছে। রবিবার বিকেলে গজারিয়ার বড়বসুরচর পাচঁগাও উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ ফজিলাতুন্নেছা ইন্দিরা।

পাচঁগাও উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, টেংগার চর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দাইয়ান সরদার, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জেএস ফরহাদ প্রমুখ।

এর আগে অতিথি বৃন্দরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।

জনকন্ঠ

Comments are closed.