বালুদস্যুদের গুলিতে আহত ৫

ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালুদস্যুদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন পাঁচজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুল ফকিরের ছেলে হামিদ ফকির (২৫) গুরুতর আহত হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসী অভিযুক্তদের আটকের দাবিতে থানা ঘেরাও করে।

গ্রামবাসী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজ সকাল থেকে নদীর পাড়ঘেঁষে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল বালুদস্যুরা। গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিলে তারা এলোপাতাড়ি গুলি করে এবং কয়েকজনকে মারধর করে। এ সময় মহিলাসহ ৫ জনকে পিটিয়ে আহত করে তারা।

গ্রামবাসী জানান, এর আগেও বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙ্গে তাদের বাড়ি-ঘরের বেশ ক্ষতি হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. ইউনুচ আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা শুনে নদীতে তাদের ধাওয়া করতে গিয়েছি কিন্তু তারা পালিয়ে গেছে।

দ্য রিপোর্ট

Leave a Reply