‘পদ্মা সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ।’

তিনি আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার পদ্মা সেতুর প্রকল্পের সার্ভিস এরিয়ায় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘যথাসময়ে কাজ শেষ করার লক্ষ্যে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। আগামী মে মাস থেকে কাজের গতি আরও বাড়বে।’

মন্ত্রী বলেন, ‘মূল সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমেও কাজের গতি সমান ভাবে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুর বিষয়ে যাতে অতি কথন না হয় এ জন্য প্রতি ২ মাস অন্তর অন্তর কাজের অগ্রগতি সাংবাদিকের অবগত করা হবে।’

এ সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রিগ্রেডিয়ার জেনারেল হামিদুর হক (পিএসসি) ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

দ্য রিপোর্ট

Leave a Reply