পূর্ব-মাকহাটিতে প্রতিপক্ষের গুলিতে নারীর মৃত্যু

পূর্ব-শত্রুতার জের ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব-মাকহাটি গ্রামে গতকাল রোববার দুপুরে প্রতিপক্ষের গুলিতে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। নিহত মনোয়ারা ওই গ্রামের মহি হালদারের স্ত্রী। মহি হালদারের সঙ্গে একই গ্রামের স্থায়ী বাসিন্দা বাচ্চু শিকদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধেল জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে বাচ্চু শিকদারের ছেলে আবু ছালাম প্রতিপক্ষ মহি হালদারকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্রের গুলি ছোড়ে। এ সময় মহি হালদারের স্ত্রী মনোয়ারের শরীরে গুলিবিদ্ধ হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সঞ্জয় পোদ্দার জানান, মনোয়ারা বেগমকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার এসআই মো. হারুন জানান, তুচ্ছ বিরোধের জের ধরে গুলি ছোড়াছুড়ির মধ্যে পড়ে মনোয়ারা বেগম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অন্যদিকে, পূর্ব-মাকহাটি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

বিডিলাইভ

Leave a Reply