নারায়ণগঞ্জ সড়ক বিভাগাধীন ভবেরচর-গজারিয়া-মুন্সীগঞ্জ জেলার সাড়ে ৮কিলোমিটার মহা সড়কের নাম পরিবর্তন করে “অধ্যাপক কে এম সামছুল হুদা সড়ক” নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি রাষ্ট্রপতির আদেশ ক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সহকারী সচিব মো: গোলাম জিলানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগধীন ভবেরচর-গজারিয়া-মুন্সিগঞ্জ জেলার মহাসড়ক (জেড-২১৬৩) এর ভবেরচর বাস স্টান্ড হতে গজারিয়া লঞ্চঘাট পর্যন্ত সাড়ে ৮কিলোমিটার মহা সড়কের নাম “অধ্যাপক কে এম সামছুল হুদা সড়ক ” নামে সরকার নাম করণ করলেন। জনস্বার্থে জারীকৃত এই আর্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানান প্রজ্ঞাপনে।
লাইভ নারায়ণগঞ্জ
Leave a Reply