আ. লীগের বিদ্রোহী প্রার্থীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেলসহ তরুণলীগ নেতা এবং স্থানীয় সংসদ সদস্য মৃনাল কান্তি দাসের ভাতিজাকে মারধরের মামলায় পুলিশ ১৭ এপ্রিল তাকে আটক করে আদালতে চালান করেন। একই দিনে গোলাম মোস্তফার আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন করেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর আসামির জামিনের তীব্র বিরোধিতা করেন সেই সঙ্গে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড শুনানির জন্য ২০ তারিখ ধার্য করেন। আজ (বুধবার) পূর্ব নির্ধারিত তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি বিচারক উমা রানীর আদালতে গোলাম মোস্তফাকে তোলা হয়। আসামিপক্ষে জেলা আইনজীবী সমিতির প্রায় ১ শতাধিক আইনজীবী আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোীধতা করেন সিএসআই মো. আলী ফকির।

প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উমা রানী আসামির জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাগো নিউজ

Leave a Reply