জেলার শ্রীনগরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে জনসম্মুখে এক স্কুল ছাত্রীকে জুতাপেটা করেছে সবুজ (২০) নামের এক বখাটে। পরে স্থানীয় লোকজন সবুজকে আটকে রাখে।
খবর পেয়ে স্থানীয় এক যুবলীগ নেতা ও তার সহযোগী ঘটনাস্থলে এসে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন খানের দোহাই দিয়ে সবুজকে ছাড়িয়ে নিয়ে যায়।
শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার মজিদপুর দয়হাটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
এঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ বখাটে সবুজকে গ্রেফতার করেছে।
উপজেলার মাশাখোলা গ্রামের ওই ছাত্রীর বাবা ও স্থানীয়রা জানায়, মজিদপুর দয়হাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে আনেকদিন ধরে উত্তক্ত করতো কাঠালবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে সবুজ। শুক্রবার ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে সবুজ তার পিছু নেয়।
মজিদপুর দয়হাটা বাসস্ট্যান্ডের কাছাকাছি আসার পর স্কুলছাত্রীকে সবুজ প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে সবুজ তার পায়ের সেন্ডেল খুলে ওই ছাত্রীকে উপর্যুপরি আঘাত করতে থাকে।
এসময় বাসস্ট্যান্ডে লোকজন এগিয়ে এসে বখাটে সবুজকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীরতারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনি শেখ ও তার সহযোগী বাস হেলপার শামীম। তারা প্রথমে ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক সবুজকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এতে উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন খানের দোহাই দিয়ে সবুজকে ছাড়িয়ে নেয়।
আজিম হোসেন খান জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত আভিযোগ দায়ের করলে পুলিশ সবুজকে গ্রেফতার করে।
পূর্ব পশ্চিম
Leave a Reply