মুন্সীগঞ্জে ডিবি পুলিশের হাতে ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ভূয়া ডিবি পুলিশের নাম সুমন (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল বিকালে ডিবি পুলিশের একটি টিম সিপাহীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে বাজারে এসে মৎস্য ব্যবসায়ীদের থেকে জানা যায় যে, ডিবি পুলিশের পরিচয় দিয়ে টাকা না দিয়ে মাছসহ নানা জিনিস মুন্সীগঞ্জ থেকে নিয়ে যেতে এই ভূয়া পুলিশ।
তাছাড়া এ ভূয়া পুলিশ নিজেকে প্রশাসনের বড় অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন্ সময়ে বিভিন্ন্ মানুষের সাথে প্রতারনা করেছে। মুন্সীগঞ্জ শহরের পাইকারী মাছ বাজার এবং মুদির দোকানে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে হাজার হাজার টাকার পন্য নিয়ে যেত। মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠের বিভিন্ন্ মেইল কারখানা, মাদকের স্পটসহ বিভিন্ন্ উৎস থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছিল এই প্রতারক।
এ বিষয়ে ডিআই -১ শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার নাম নেম প্লেটে সুমন।
ডিবি পুলিশের এস. আই আমিনুল ইসলাম জানান, সিপাহী পাড়া তেলির বিল থেকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ করে তাকে আটক করি। তার পার্সপোর্টের নাম লিটন বাবা আবু বকর মৃধা, গোপালগঞ্জের কোটালিপাড়ায় তার গ্রামের বাড়ী। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে কোর্টে চালান করা হবে।
চমক নিউজ
Leave a Reply