লোডশেডিংয়ে বিপর্যস্ত মুন্সীগঞ্জ

তীব্র দাবদাহ আর ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মুন্সীগঞ্জের জনজীবন। চলতি এইচএসসিসহ বিভিন্ন ক্লাসের অধ্যয়নরত শিশু শিক্ষার্থীরা পড়ালেখায় নানা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। মুন্সীগঞ্জ পৌর এলাকায় পানির সমস্যা প্রকট আকার ধারণ করেছে। টিউবওয়েলে পানিও আসছে না। দাবদাহ আর বিদ্যুতের অভাবে মটারেও পানি উঠানো যাচ্ছে না। এ অবস্থায় বাসাবাড়িতে তীব্র পানিসংকট দেখা দিয়েছে। জেলার সর্বত্র এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টার মধ্যে ১৫-১৬ ঘণ্টাই নেই।

মুন্সীগঞ্জ সদর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মনোয়ার মোর্শেদ জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলা এলাকায় ৫২ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। বিদ্যুতের চাহিদা ১৭ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে ৬-৭ মেগাওয়াট। গ্যাসের চাপ কম থাকায় এমনটি হয়েছে দাবি করে তিনি বলেন, আগামী ২-১ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা নিরসন হবে।

মানবজমিন

Leave a Reply