মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ নিজ দলের বিরোধী পক্ষের দুই নেতার সমালোচনা করে বলেছেন, এ মাটিতে আমার জন্ম, এ মাটিতে আমিই থাকবো। যতোদিন জননেত্রী আমাকে রাখেন, ততোদিন পর্যন্ত আমিই এ মাটিতে নের্তৃত্ব দেবো।
সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে উদ্দেশ্যে করে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেন, যারা আমাকে সরানোর স্বপ্ন দেখেন, তারা ছাত্রলীগ নেতা আসিফ হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তিনি শনিবার সন্ধ্যায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে ‘ সময়ের প্রয়োজনে সিরাজদিখান উপজেলার চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে প্রতিবাদী সমাবেশ’ ব্যানারে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক তিনি নিজেই। কোলা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাসান হত্যাকান্ডকে ঘিরে এই সমাবেশ ডাকা হয়।
সুকুমার রঞ্জন ঘোষ আরও বলেন, তারা সিরাজদিখানে আসিফ হত্যাসহ ছাত্রলীগকে অনির্বাচিত একটি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে। তারাই ছাত্রলীগকে অস্থিতিশীল করে তুলেছে। আমি অন্যায় করিনা, অন্যায়কে ছাড়ও দেবো না, আপনারাও ছাড় পাবেন না। সময় আছে-সোজা হয়ে যান, সঠিক পথে চলুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, বালুরচর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজন, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম লিটু, রসুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল চোকদার, রাজানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী কামাল, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, চিত্রকোর্ট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, বাসাইল ইউপ চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম, বীরতারা ইউপি চেয়ারম্যান আজিম হোসেন খান, উপজেলা যুবলীগের আহবায়ক রাকিবুল হাসান, যুগ্ন-আহবায়ক মাসুদ লস্কর প্রমুখ।
Leave a Reply