পদ্মস্নান: পূরবী বসু

(ধর্ষনের মতো অপরাধের কোন বিচার বা শাস্তি হবে না বুঝতে পেরে ধর্ষনের শিকার মেয়েটির উদ্দেশে)

ওঠ ছেমরি,ওঠ এবারে, দূর করে দে ভয়,
মনে রাখিস্‌, এমনি করেই বেঁচে থাকতে হয়।

যা ছেমরি, পুকুর ঘাটে, গোসল সেরে আয়
ঘষে মেজে নাইবি যাতে নোংরা মুছে যায়।

কান্না কীসের? বলি মেয়ে, চোখে কেন জল?
এমন কী আর হয়নি আগে নিজের মুখেই বল্‌!

গেল বছর চৈত্র মাসের কালবৈশাখীতে,
জয়া গেল তুফান-ঝরা আম কুড়াইতে।

কোথায় আম! কোথায় জয়া! সন্ধ্যা নামে ঘাটে
বেহুঁস মেয়ে খুঁজে পেতে সারাটা রাত কাটে।

ভাগ্য তবু ভালো জয়ার, বেঁচে তো সে আছে!
মুখে রা’ নেই, যদি আরো ক্ষতি হয় তার পাছে।

আরো ক্ষতি? সে কী জিনিস জানতে আমি চাই,
ওরা বলে, “হতেই পারতো জীবনটাই আর নাই”।

তাইতো বলি, কান্না ভুলে ওঠ্‌ এবারে, স্নানটা সেরে আয়
জানিস্‌ না কি পদ্মপুকুরজলে সকল ময়লা ধুয়ে যায়!

বিডিনিউজ

Leave a Reply