সদরের প্রত্যন্ত অঞ্চলে হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জ সদরের প্রত্যন্ত অঞ্চলের হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেবক সংঘ নামের একটি সংগঠন।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বিষয়ের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি বেশ কয়েকজন ইন্টার্নি চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মুশরা গ্রামে আজ শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা দেয় সেবক সংঘ নামের একটি সংগঠন।

সদর উপজেলার দক্ষিণ চর মুশরা গ্রামের সেবাধর্মী এই সেবক সংঘ প্রতিষ্ঠাকাল থেকে নানা কল্যাণমুখী কাজের পাশাপাশি বছরে দুবার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের বিনা খরচে ওষুধসহ এই সেবা দেয়।

প্রতিষ্ঠানটির সভাপতি মঞ্জুর আলম মামুনের সভাপতিত্বে আজ চিকিৎসাসেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম, সাবেক যুগ্ম সচিব মো. আমিনুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসানুল করিম প্রমুখ।

এনটিভি

Leave a Reply