মোল্লাকান্দিতে নৌকাকে জয়ী করতে সর্বাত্মক চেষ্টা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুন্সীগঞ্জ জেলা কমান্ডার ও মুন্সীগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আনিছুজ্জামান আনিস বলেছেন, আগামী ২৮মে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: রিপন হোসেন জয়ী হবেন। আপনারা সবাই তার জন্য কাজ করুন। তিনি বলেন, ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের পতাকাতলে ঐক্যবদ্ধ হন।

স্বাধীনতা প্রতীক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা, জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার জয় নিশ্চিত। কতিপয় চিহ্নিত সন্ত্রাসী নৌকা পরাজয় ঠেকাতে মরিয়া হলেও তাদের অস্তিত্ব থাকবে না। তিনি আরও বলেন, নৌকার জন্য আমরা আাছি-আমরা থাকবো। জয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তিনি আজ ১৪ মে বিকেলে কোর্টগাওস্থ নিজ বাসভবনে মুন্সীগঞ্জ সদর থানার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক বঙ্গবন্ধুর সহচর মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, অনেকে নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্রতা মিটাতে মরিয়া হয়ে উঠেছেন। এসব চলবে না। নিজেদের ভেদাভেদ, নিজেরা মিটান। নৌকার জনপ্রিয়তা তৃণমূল পর্যায়ে শীর্ষে আছে-থাকবে। নৌকার মানুষ নৌকায় ভোট দিবেন। বাকিটা আমরা দেখবো। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মনোনীত প্রার্থী রিপন হোসেন মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচিত হবেন-আমরা এমনটাই প্রত্যাশা করছি।

সভায় আরও বক্তব্য রাখেন-মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিব, আমরা মুক্তিযুদ্ধের সন্তান জেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমী রাজন, চরকেওয়ার ইউনিয়নের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন, মোস্তফা মোল্লাসহ মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল নেতারা। এ সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ক্রাইম ভিশন

Leave a Reply