ঢাকা-চট্টগাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চর বাউশিয়া কলিমউল্লাহ মানব কল্যান নামক এলাকায়, ট্রাক চাপায় এক নারী পথচারী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সকাল ৯ টার দিকে অজ্ঞাত পাগল বৃদ্ধানারী, পথচারী (৫৫) বাউশিয়া এলাকায় রাস্তা,পাড় হওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।গজারিয়া থানার উপপরির্দশক আঃহাশেম ও সাইফুল দ্রুত উদ্ধার করে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে, সেখানে চিকিৎসাধীন
অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ী ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,লাশটি পুলিশের হেফাজতে রেখে, পরে ভবের চর কবরস্থানে দাফন সম্পন্ন করি,নিহতের পরিচয় জানা যায়নি।
ক্রাইম ভিশন
Leave a Reply