সোমবার মাওয়ায় বিপুল সংখ্যাক গলদা চিংড়ি রেণু আটক করেছে কোস্টগার্ড। ৫৮ ড্রামভর্তি ২৩ লাখ ২০ হাজার অবৈধ গলদা চিংড়ি রেণু আটক করা হলেও এর মালিক পাওয়া যায়নি। আটককৃত রেণুর প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।
পরে আটককৃত চিংড়ি রেণু পদ¥া সেতু কম্পোজিট স্টেশন মাওয়া ও মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তর যৌথভাবে জনসম্মুখে পদ¥া নদীর মাওয়া ঘাটে অবমুক্ত করা হয়। এই তথ্য দিয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এনায়েত উল¬াহ জানান, মৎস্য সম্পদ রক্ষায় গলদা চিংড়ি রেণু পাচার ঠেকাতে আরও সর্তকতার সাথে কাজ করছে। তবে সাধারণের মধ্যে দেশ প্রেম জাগ্রত এবং এব্যাপারে আরও সচেতনতা প্রয়োজন।
জনকন্ঠ
Leave a Reply