মাওয়ায় সোয়া কোটি টাকার গলদা চিংড়ি রেণু আটক

সোমবার মাওয়ায় বিপুল সংখ্যাক গলদা চিংড়ি রেণু আটক করেছে কোস্টগার্ড। ৫৮ ড্রামভর্তি ২৩ লাখ ২০ হাজার অবৈধ গলদা চিংড়ি রেণু আটক করা হলেও এর মালিক পাওয়া যায়নি। আটককৃত রেণুর প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।

পরে আটককৃত চিংড়ি রেণু পদ¥া সেতু কম্পোজিট স্টেশন মাওয়া ও মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তর যৌথভাবে জনসম্মুখে পদ¥া নদীর মাওয়া ঘাটে অবমুক্ত করা হয়। এই তথ্য দিয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এনায়েত উল¬াহ জানান, মৎস্য সম্পদ রক্ষায় গলদা চিংড়ি রেণু পাচার ঠেকাতে আরও সর্তকতার সাথে কাজ করছে। তবে সাধারণের মধ্যে দেশ প্রেম জাগ্রত এবং এব্যাপারে আরও সচেতনতা প্রয়োজন।

জনকন্ঠ

Leave a Reply