টঙ্গীবাড়ীতে সরকারি গাছ কাটার মামলার আসামী গ্রেপ্তার

মোঃ রুবেল ইসলাম: টঙ্গী বাড়ীতে সরকারি রাস্তা ও বন বিভাগের রোপণ করা ষ্ট্রিট বাগানের গাছ কাটার বহু আলোচিত মাদক ব্যবসায়ী জনি বেপারী ওরফে জইন্না (২২) কে নেশা গ্রহন অবস্থায় পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাতে তাকে উপজেলার দোরাবতী সড়কের পাকা ব্রিজ থেকে গ্রেপ্তার করা হয়। অপর ২ আসামী রনি হালদার (১৯) ও রাকিব সর্দার (২৪) পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।

এলাকাবাসি জানায়, দোরাবতী গ্রামের ওহাব সর্দারের ছেলে মাদক সেবক ও ব্যবসায়ী রাকিবের নেতৃত্বে একই গ্রামের আইজ্জা বেপারীর ছেলে জনি ও নূর ইসলামের ছেলে রনি সহ এক দল গাছ খেকো দীর্ঘ দিন ধরে সরকারি রাস্তা ও বন বিভাগের ষ্ট্রিট বাগানের গাছ কর্তন করে রাতের আঁধারে সরিয়ে নিয়ে যায়। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক সেবন ও এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে। গত বছরের ২৭শে অক্টোবর তারা দিনে দুপুরে দোরাবতী সরকারি রাস্তার ষ্ট্রিট বাগানের আকাশমনি গাছ কাটলে এলাকাবাসি বন কর্মকর্তাকে খবর দেয়।

টঙ্গীবাড়ী উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির খান বাদি হয়ে ওই দিনই থানায় মামলা দায়ের করেন। কোট থেকে ওয়ারেন্টের ফেরারী ৩ আসামীর মধ্যে জনিকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার এস আই শাহ আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, গাছ কাটার মামলার ওয়ারেন্টের আসামী হওয়ায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply