নরসিংদীতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকারের চালক মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মামুন খান (৫৫) ও যাত্রী নারায়ণগঞ্জের শাহীন মিয়া (৪৫)।

আহতরা হলেন ফারুক মিয়া (৩০) ও উজ্জল মিয়া (২৫) নামে প্রাইভেটকারের অপর দুই যাত্রী। আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাক্ষণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শিবপুরের কারারচরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মামুন খান মারা যান। গুরুতর আহত প্রাইভেটকারের তিন যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply