মেম্বারের ছুরিকাঘাতে পরাজিত প্রার্থীর সমর্থক আহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচনে পক্ষে কাজ না করায় মেম্বার নিজেই চাকু দিয়ে ছুরিকাহত করেছেন পরাজিত প্রার্থীর সমর্থককে। এরপর মেম্বারের বাড়িঘর ভাঙচুর হয়েছে। ছুরিকাহত হাফেজ শাহজাহান (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার পর মেম্বার নিজে বাদী হয়ে ছুরিকাহত হাফেজ শাহজাহানসহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বুধবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুচিয়ামোড়া এলাকার ইকবাল মার্কেটের কাছে এ ঘটনা ঘটে। আহত হাফেজ শাহজাহান জানান, সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদের প্রার্থী ইকবাল বেপারিকে সমর্থন না করায় তিনি ক্ষিপ্ত হন। নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী মহিউদ্দিন মহি পরাজিত হয়।

দুই প্রার্থী আমাদের আত্মীয়। বুধবার সকালে পারিবারিক সম্পত্তির বিরোধ নিয়ে ইকবাল বেপারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেন আমাদের বিরুদ্ধে। সাধারণ ডায়েরি করার পর ইকবাল মার্কেটের সামনে মেম্বার আমার ওপর হামলা চালিয়ে আমাকে ছুরিকাঘাত করে। এরপর রাতেই আমাকেসহ ৫-৬ জনের নামে থানায় মামলা করেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মেম্বারের ওপর দুইদফা হামলার পর বুধবার রাতে প্রতিপক্ষ ইকবাল বেপারির বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় ইকবাল বেপারি বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

মানবজমিন

Leave a Reply