মুন্সীগঞ্জ সদরের কালীরচর গ্রাম থেকে মঙ্গলবার বেলা ১১ টার দিকে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ মোমিন মিঝি (৩২) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার এসআই মোমেন আলী সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ডাকাত সদস্য মোমিন মিঝিকে গ্রেফতার করে। এ সময় বসত-ঘরের বিছানার নীচে ১ টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোমিন মিঝির বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। সদরের মেঘনা নদীতে বিভিন্ন সময়ে নৌ-ডাকাতি ও নিজ গ্রামে সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সে জড়িত।
বিডিলাইভ
Leave a Reply