রাজধানীর কদমতলীর পূর্বজুরাইন এলাকায় মায়ের সঙ্গে রাগ করে গলায় ফাঁস দিয়ে নুসরাত জাহান নদী (৭) নামে এক শিশু আত্মহত্যা করেছে। শিশু নদী পূর্বজুরাইন এলাকায় স্থানীর একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার পিতার নাম মো. সুলতান মিয়া। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায়।
নুসরাতের মা সেলিনা বেগম জানান, দুপুরে স্কুল থেকে আসার পরে নুসরাতকে পড়তে বসতে বললে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় তাকে জিজ্ঞাসা করলে সে বলে, দরজা বন্ধ করে পড়বো।
এর কিছু সময় পরে দরজা খুলতে বললে দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াঁ আমাদের সময়কে জানান, ময়না তদন্তের জন্য শিশুটির লাশ মর্গে রয়েছে।
দৈনিক আমাদের সময়
Leave a Reply