টেংগারচরে ক্যাবল ব্যবসায়ীর ওপর হামলা, সংঘর্ষ

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের পশ্চিম মীরেরগাঁও গ্রামে স্থানীয় স্যাটেলাইট ক্যাবল ব্যবসায়ী মিলন মিয়া ও তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত মিলন জানান, আজ দুপুরে টেংগারচর ইউনিয়নের পশ্চিম মীরেরগাঁও গ্রামে ডিস (ক্যাবল) লাইনের সংযোগ দিতে গেলে জাহাঙ্গীরের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালায়। হামলায় তিন কর্মীসহ তিনি আহত হন। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের ছয়জন আহত হয়।

আহতের মধ্যে মিলন (২৮), খোকন (২২), হৃদয় (২৮), শাহপরান (১৮) ও মমতাজ বেগমকে (৫৫) ভবেরচরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি।’

এনটিভি

Leave a Reply